Learn techbd networking bangla
This site is cisco networking full course in bangla provided you. Computer tip & tricks.
কোন কম্পিউটার নেটওয়ার্ক হলো পরস্পর সংযুক্ত কম্পিউটার হোস্টসমূহের সংগ্রহ যা একে অপরের সাথে যোগযোগ গড়ে তোলে ও তথ্য আদান-প্রদান করে। পরস্পরের মধ্যে এই তথ্য আদান-প্রদান সম্ভব করতে কম্পিউটার হোস্টসমূহ তার কিংবা তার ছাড়া একে অপরের সাথে যুক্ত হয়। কম্পিউটার হোস্ট ডিভাইসসমূহ ও নেটওয়ার্ক ডিভাইসসমূহে চলমান নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যেমে পরস্পরের মধ্যে কম্যুনিকেমন ঘটে থাকে।
কম্পিউটার হোস্ট ডিভাইস হিসেবে যে কোন ডিভাইস ব্যবহৃত হতে পারে যা নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। এ মধ্যে রয়েছে সার্ভার, ওয়ার্কস্টেশন, পার্সোনাল কম্পিউটার, স্মাট ফোন, ল্যাপটপ, ইত্যাদি।
নেটওয়ার্ক ডিভাইস হোলো এমন ডিভাইস যা কম্পিউটার হোস্টসমূহের মধ্যে সংযোগকারী হিসাবে থাকে। এর মধ্যে আছে সুইচ, রাউটার, হাব, রিপিটার ও ফায়ারওয়াল। হোস্ট ডিভাইসসমূহের মধ্যে কম্যুনিকেশন নিয়ন্ত্রণ ও অপটিমাইজ করে থাকে এসব নেটওয়ার্ক ডিভাইস।