Learn techbd networking bangla
স্টার টপােলজিতে সবগুলো কম্পিউটার থেকে ক্যাবল এসে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত থাকে। এই সেন্ট্রাল লােকেশনে থাকে একটি ডিভাইস যাকে বলা হয় সুইচ বা হাব (Hub)। এই টপােলজিতে সবকটি কম্পিউটারের সংযােগ এক জায়গায় যুক্ত থাকে বলে একে কনসেনট্রেটেড টপােলজিও বলা হয়। নেটওয়ার্ককে সম্প্রসারণ করার পরিকল্পনা থাকলে এই টপােলজি বেশ সুবিধাজনক। এতে সহজেই নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যায় কেবল হাবের সংখ্যা বাড়িয়ে দিয়ে।
স্টার টপােলজিতে কোনাে একটি কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের নিকট মেসেজ পাঠাতে চাইলে সিগন্যাল পাঠায় সরাসরি হাবের নিকট। হাব সেই সিগন্যালকে সব কম্পিউটারে বা ওই গন্তব্য কম্পিউটারের নিকট পাঠায়। যদি সেই নেটওয়ার্ক হয়ে থাকে ব্রডকাস্ট- বেজড; তাহলে হাব থেকে সিগন্যাল যাবে সবক’টি কম্পিউটারের মধ্যে। আর যদি সেটি সুইচড নেটওয়ার্ক হয় তাহলে হাব বা সুইচ নেই সিগন্যালকে ওই নির্দিষ্ট কম্পিউটারের নিকট পাঠিয়ে দেবে।
স্টার টপােলজিতে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়। কোন ধরনের ক্যাবল ব্যবহার করবো তার উপর নির্ভর করে বিশেষ ধরনের হাব দরকার হবে। কোনাে কোনাে হাবে একইসাথে কোএক্সিয়াল ক্যাবল এবং টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করা যায়।
স্টার টপােলজির সুবিধাঃ
- সহজেই নেটওয়ার্কে একাধিক কম্পিউটার যােগ করা যায়। স্টার টপােলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাবে কয়টি পােট আছে তার উপর ভিত্তি করে। একটি হাবের সবকটি পাের্ট ব্যবহৃত হলে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায় আরেকটি হাব সেই হাবের সাথে সংযােগ স্থাপন করে। এ সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যােগ করা যায়।
- নেটওয়ার্কে কোনাে ধরণের সমস্যা দেখা দিলে খুব সহজেই কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনসন্ধান শুরু করা যায়। ইনটেলিজেন্ট হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিঙের কাজও করতে পারে।
- নেটওয়ার্কের কোনাে একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনাে প্রকার প্রভাব ফেলে না। অন্যান্য কম্পিউটার নিজেদের মধ্যে ঠিকমতােই যােগাযােগ রক্ষা করতে পারে। কোন কম্পিউটারে সমস্যা হলে তাও বের করা যায় খুব সহজেই।
- হাব বিভিন্ন ধরনের ক্যাবল সাপাের্ট করে থাকলে একইসাথে কয়েক ধরনের ক্যাবল ব্যবহারের সুবিধা পওয়া যায়।
স্টার টপােলজির অসুবিধাঃ
- কেন্দ্রের হাব অকেজো হয়ে গেলে পুরাে নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে।
- এই টপােলজিতে অধিক সংখ্যক ক্যাবলে প্রয়োজন পড়ে। কারণ প্রতিটি কম্পিউটার থেকে ক্যাবলকে কেন্দ্রীয় হাবের নিকট নিয়ে যেতে হয়। ক্যাবল বেশি লাগার কারণে খরচও বেশি হয়।
Post a Comment