আজ 30/01-2021 তারিখ রোজ শনিবার এইচএসসি/সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। করোনার ভাইরাসের কারণে পরীক্ষা না হওয়ায় জেএসসি এবং এসএসসি/সমমানের পরীক্ষার বিষয়কে (ম্যাপিং) করে এইচএসসি/ সমমানের পরীক্ষার্থীদের ফলাফল  তৈরী করা হয়েছে।

SMS এর মাধ্যমে এইচএসসি/সমমানের ফলাফল দেখার নিয়ম:

HSC space Board Name (First 03 letter) space Roll space 2020 টাইপ করে 1600 নম্বারে পাঠাতে হবে।  Example: HSC Dha 123456 2020

Website: http://www.educationboardresults.gov.bd/

ওয়েবসাইটের মধ্যমে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ছকে Examination, Board এবং Year সিলেক্ট করে রোল ও রেজি: নাম্বার টাইপ করে Submit বাটানে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে। 

এছাড়াও শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা যাবে।


Post a Comment

Previous Post Next Post