Learn techbd networking bangla

This site is cisco (ccna) networking full course in bangla provided you. Computer tip & tricks. 

বিপ অ্যাপ হলো ইমু ও হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য ভিডিও কলিং ও ম্যাজেজিং অ্যপ। এই অ্যাপসটি ইমু ও হোয়াটসঅ্যাপ এর মত ব্যবহার করতে পারবেন কোন রকম অশ্লীল বিজ্ঞাপন ছাড়া।

তথ্যের গোপনীয়তা নিয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক  তৈরি হওয়ার কারণে তুরস্কের এই অ্যাপ (bip) এখন অনেকে দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশে এই অ্যাপের জনপ্রিয়তা বিশ্বকে ছাড়িয়েছে। মোবাইল ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'অ্যাপ অ্যানি' জানিয়েছে যে, বাংলাদেশে এখন সবার শীর্ষে রয়েছে তুরস্কের অ্যাপ বিপ।

হোয়াটসঅ্যাপ, ইমো, -এর মতো অ্যাপগুলোকে ছাড়িয়ে তালিকার এক নম্বরে পৌছেছে তুরস্কের মেসেজিং অ্যাপ বিপ।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃক্ষ জানিয়েছে যে, ব্যবহারকারীদের কিছু তথ্য তারা তাদেরই সহযোগী কোম্পানির সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা  তথ্যের গোপনীয়তা বজায় থাকবে কি না - তা নিয়ে ব্যবহারকারীদের মাঝে উদ্বেগ তৈরি হয়।

বিপ অ্যাপঃ

এই অ্যাপ অনেকটা ইমো, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপের মতোই কাজ করে।

অ্যান্ড্রয়েড চালিত মোবাইল এবং আইওএস চালিত আইফোন ফোনে এই অ্যাপ  ব্যবহার করা যায়।এছাড়া ল্যাপটপ কিংবা ডেস্কটপেও এই অ্যাপ ব্যবহার করা যায়। 

তুরস্কের খবরে বলা হচ্ছে যে, মোবাইল ফোন কোম্পানি টার্কসেল বিপ অ্যাপ উদ্ভাবন করে ২০১৩ সালে। বিশ্বের প্রায় ১৯৩ টি দেশে এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহারকারীদের অধিকাংশই ছিল ইউরোপের বিভিন্ন দেশে।

ডাউনলোড হয়েছে সবচেয়ে বেশি  জার্মানিতে এবং সেখানে এর ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি। এছাড়া, ফ্রান্স এবং ইউক্রেনেও বহু  ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করেছে। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিপ অ্যাপ-এর দারুণ চাহিদা তৈরি হয়েছে।

তথ্য গোপনীয়তাঃ

বিপ অ্যাপ-এর কর্তৃপক্ষ প্রচার করেছে যে,  বিপে ব্যবহারকারীদের সকল প্রকার তথ্য গোপন থাকবে। এ তথ্য কারো কাছে শেয়ার করা হবে না এবং বলা হয়েছে যে, এটি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, অর্থাৎ ভয়েস কল এবং মেসেজ আদান-প্রদান গোপন থাকবে এবং এটি কেউ হ্যাক করতে পারবে না।

এই অ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও কল, মেসেজ, ছবি এবং ভিডিও আদান-প্রদান করা যায় কোন প্রকার অশ্লীল বিজ্ঞাপন ছাড়া।

এখানে সিক্রেট চ্যাট করার ব্যবস্থাও রয়েছে। অ্যাপ কর্মকর্তারা বলেছেন- কোন ব্যবহারকারী যদি নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ মুছে দিতে চান, তাহলে সে অনুযায়ী সময় সেট করা যাবে এই অ্যাপে।

এই অ্যাপটির গোপনীয়তাকে ব্যাংকের ভল্ট-এর সাথে তুলনা করে মি. এরকান বলেন, "আমরা ব্যবহারকারীদের তথ্যগুলো এনক্রিপটেড ভল্ট-এ রাখি। শুধু মাত্র ব্যবহারকারীরাই এটি খুলতে পারে। আমরা কিছুই দেখতে পাই না।" জন্যপ্রিয় এই অ্যাপটি ব্যবহারকারীরা 'গোপনীয়তার স্বর্গ' হিসেবে বিবেচনা করছেন।

ডাউনলোডঃ

গুগল প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপ এর মত করেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। 

সসচেয়ে বড় ব্যাপার হলো এই অ্যাপসটি আমাদের মুসলিম দেশ তুরস্কোর তৈরী। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ইহুদিদের অ্যাপ বর্জন করে মুসলিম দেশের অ্যাপস ব্যবহার করা।  



Post a Comment

Previous Post Next Post