আপনি চাইলে নিজেই ই-পাসপোর্টের আবেদন করতে পারেন। ই-পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে আপনাকে ই-পাসপোর্টের ওয়েব সাইটে যেতে হবে। ওয়েব সাইট লিংক-
https://epassport.gov.bd/landing
পঁচটি ধাপের মাধ্যমে আপনি ই-পাসপোর্ট হাতে পাবেন। ই-পাসপোর্টের জন্য কোন ছবি ও ডকুমেন্ট সত্যায়নের প্রয়োজন হয় ন।
ই-পাসপোর্ট করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র; যে কোন একটি ব্যবহার করে পাসপোর্টের আবেদন করেতে পারবেন; তবে ১৮-২০ বছরের মধ্যে হলে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে। আর যাদের বয়স ২০ বছরের অধিক বয়স তাদের জাতীয় পরিচয় পত্র আবশ্যক।
ই-পাসপোর্ট- এর আবেদন করা জন্য আপনার একটি ভেলিড ই-মেইলের প্রয়োজন হবে। ই-মেইল ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার একাউন্ট লগিন হবে। লগিন হওয়ার পর আপনার প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ই-পাসপোর্ট এর ফরম পূরণ করতে হবে।
যাদের বয়স ১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে তারা ৪৮ পেইজের ০৫ বছরের জন্য আবেদন করতে পারবেন।
০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবির প্রয়োজন হবে।
পাসপোর্ট হারিয়ে গেলে মূল জিডির কপিসহ আবেদন দাখিল করতে হবে।
পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট এর প্রয়োজন হবে।
ই-পাসপোর্ট এর আবেদনের ক্ষেত্রে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানার প্রয়োজন হবে। আপনার যদি স্থায়ী এবং বর্ত মান ঠিকানা ভিন্ন হয় তাহলে দুই ঠিকানায়ই পুলিশ ভেরিফেকেশন হবে।
ই-পাসপোর্ট এর ফি জানতে লিংকে ক্লিক করুন পাসপোর্ট
ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখার পদ্ধতি। ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখার মাধ্যমে আপনার ই-পাসপোর্ট স্ট্যাটাস এর বর্তমান অবস্থা জানতে পারবেন।
Post a Comment