Learn techbd networking bangla
This site is cisco (ccna) networking full course in bangla provided you. Computer tip & tricks.
কিছু কিছু ক্ষেত্রে ক্যাবল বা তার ব্যবহারের চেয়ে ওয়্যারলেস নেটওয়ার্কিং অনেক বেশি কার্যকরি ভূমিকা পালন করে। এমন কিছু পরিবেশ আছে যেখানে ক্যাবল ইন্সটল করা মুশকিল হয়ে পড়ে। যেমন- কোনাে প্রদর্শনীতে নেটওয়ার্ক গড়তে চাচ্ছেন যেখানে কম্পিউটারগুলাের অবস্থান স্থির থাকে না। সেক্ষেত্রে ক্যাবল ইনস্টল করার সুযােগ থাকছে না। আবার এমন যদি হয় যে, নেটওয়ার্ক ইউজাররা সবসময় এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াছেন, তারা চান যেখানেই থাকুক না কেন নেটওয়ার্কের থাকে সংযােগ থাকবে। এরকম পরিস্থিতিতে ক্যাবল ব্যবহার করা যায় না। এসব দিক বিবেচনা করেই তৈরী হয়েছে ওয়্যারলেস নেটওয়ার্ক।
ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রধানত তিন ধরনের হয়ে থাকে।
- রেডিও ওয়েভ ট্রান্সমিশন,
- মাইক্রোওয়েভ ট্রান্সমিশন এবং
- ইনফ্রারেড ট্রান্সমিশন।
Post a Comment