Self Declaration Form Mandatory For Kolkata Travel
বর্তমান সময়ে ইন্ডিয়া ট্রাভেলের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এই নিয় মেনেই ইন্ডিয়া ট্রাভেল করতে হয়। আপনি যদি ইন্ডিয়ার কলকাতায় ট্রাভেল করেতে চান; সেই ক্ষেত্রে আপনাকে ট্রাভেলের 72 ঘন্টার মধ্যে মধ্যে করোনা নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হবে।
আপনি যদি এয়ারের মাধ্যমে ইন্ডিয়ার কলকাতা ট্রাভেল করতে চান; তাহলে আপনাকে করোনা নেগেটিভ রিপোর্টের হাতে পাওয়ার পর Self Declaration Form নামের একটি রেজিট্রেশন করতে হবে Air Suvidha পোর্টাল থেকে।
Self Declaration Form পূরণ করার জন্য ফ্লাইটের তথ্যসহ তিনটি ডকুমেন্ট এর প্রয়োজন হয়। ডকুমেন্ট তিনটি হল-
- পাসপোর্টের পিডিএফ কপি
- করোনা টেস্টের পিডিএফ কপি এবং
- কোভিট-19 ভ্যাকসিন সার্টিফিকেট এর পিডিএফ কপি।
এই তিনটি ডকুমেন্টের মধ্যে পাসপোর্ট কপি এবং করোনা টেস্টের কপি বাধ্যতামুলক পোর্টালে আপলোড করে ফরম পূরণ করতে হয়।
Self Declaration Form পূরণ করার জন্য প্রথমে আপনাকে Air Suvidha পোর্টালে আসতে হবে। Air Suvidha পোর্টালে আসার পর Air Suvidha পোর্টালের ড্রপডাউন বাটন থেকে Self Declaration অপশনে ক্লিক করতে হবে।
Self Declaration অপশনে ক্লিক করার পর নিচের মত একটি ফরম ওপেন হবে।
ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার নির্বাচনকৃত মেইলে Self Declaration ফরম পেয়ে যাবেন। মেইল থেকে Self Declaration ফরমটি প্রিন্ট করে ট্রভেলের সময় তিন কপি সংঙ্গে রাখতে হবে।
ব্লগটি পড়ে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়; তাহলে নিচের ভিডিওটি দেখলে আমার বিশ্বাস আপনি নিজেই ঘরে বসে Self Declaration পূরণ করতে পারবেন।
Post a Comment