What is Okala | Okala Check in Saudi Visa | ওকালা কি? । ওকালা কিভাবে চেক করতে হয়।
ওকালা কি?
ওকালা কি? বা ওকালা কাকে বলে? অথবা ওকালা কিভাবে করতে হয়? এটা বুঝার জন্য একটি উদাহরণ প্রয়োজন।
মনে করুন আপনার ভাই অথবা আপনার কোন আত্মীয় আপনার জন্য একটি ভিসা পাঠাবে। ভিসটি যদি কোম্পানি অথবা আমেল আদি ভিসা হয় তাহলে আপনাকে আপনার দেশের যে এজেন্সীগুলো ভিসা প্রসেসিং করে থাকে তাদের সাথে যোগযোগ করে তাদের আর এল নাম্বারটি আপনার ভাইকে পাঠাতে হবে।
তখন আপনার ভাই অথবা আপনার আত্মীয় আপনার পাঠানো আর এল নাম্বারের ঠিকানায় ভিসা নাম্বার ও আইডি নাম্বার পাঠাবে।
আপনি যখন আপনার দেশ থেকে সৌদির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে (https://enjazit.com.sa/) ভিসা নাম্বার এবং আইডি নাম্বার ব্যবহার করে ভিসা চেক করবেন। তখন ওয়েবসাইটের ভিসা ডেলিগেশন অপশনে আপনার পাঠানো এজেন্সির নাম ও আর এল নাম্বার দেখতে পাবেন।
আপনার দেশের কোন এজেন্সির নামে ভিসা আসাকেই ওকালা বলা হয়।
এই ধরণের ভিসায় (আমেল আদি) যেহেতু কোন ব্যক্তির নাম উল্লেখ থাকেনা সেহেতু এই ধরণের ভিসায় যেকোন ব্যক্তি সৌদি যেতে পারে। অর্থাৎ যে কোন পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করা যায়।
ওকালা চেক
ওকালা চেক করার জন্য প্রথমে (https://enjazit.com.sa/) এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাটে আসার পর নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Individuals লিখা অপশনে ক্লিক করুন।
Post a Comment