Deshi app | How to create account Deshi app | দেশী অ্যাপে একাউন্ট খুলুন
দেশী অ্যাপ মূলত বিকাশের মতই একটি অ্যাপ। এর মাধ্যমে মোবাইলে টপআপ করা যায়, বিদ্যুৎ বিলসহ সকল ধরণের বিল পেমেন্টে করা যায়। সেন্ড মানি করা যায়, এড মানি করা এবং ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা যায়। দেশী অ্যাপে আরও অনেক ফিচার রয়েছে।
দেশী অ্যাপে আপনি খুব সহজেই একটি একাউন্ট খুলে লেনদেন করতে পারেন।
একাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে Deshi লিখে সার্চ করুন।
Install হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটি ওপেন করুন।
অটিপি নাম্বার টাইপ করে আবারও NEXT বাটনে ক্লিক করুন।
এখন আপনার নাম লিখুন এবং ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করুন।
পাসওয়ার্ড টাইপ করার সময় অবশ্যই কমপক্ষে একটি ক্যাপিট্যাল লেটার, একটি সংখ্যা এবং একটি সিমবল ব্যবহার করতে হবে।
পাসওয়ার্ড দেয়ার পর আপনার এনআইডি কার্ডের লাইভ ছবি তুলুন।
এনআইডির লাইভ ছবি তোলার পর আপনার একটি সেলফি তুলুন।
এরপর ৪ সংখ্যার একটি পিন সেট করুন।
বি.দ্র. প্রথমে ৮ সংখ্যার যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি হল লগিন পাসওয়ার্ড। আর ৪ সংখ্যার পিন ব্যবহার করেছেন সেটি হল ট্রানজেকশন পাসওয়ার্ড। অর্থ্যাৎ অ্যাপসে লগিন করার জন্য ৮ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হয় এবং ট্রানজেকশন করার সময় ৪ সংখ্যার পিন ব্যবহার করতে হয়।
৪ সংখ্যার পিন নাম্বার সেট করার পর দেশী একাউন্ট ওপেন হয়ে যাবে। উপরে ছবিতে দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন।
Post a Comment