Recovery To Admission Roll & Pin | জাতীয় বিশ্ববিদ্যাল ভর্তির রোল ও পিন পুনঃদ্ধার করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির রোল ও পিন নাম্বার অত্যান্ত গুরুত্বপুর্ণ। অনেকেই হয়তো ভর্তির রোল ও পিন নাম্বার হারিয়ে ফেলেছেন। রোল ও পিন নাম্বার না থাকার কারণে আপনি আপনার এডমিশনের ফলাফল দেখতে পারচ্ছেনা বা আপনার ভর্তি ফরম ডাউনলোড করতে পারচ্ছেনা।
আপনি চাইলে খুব সহজেই আপনার কাছে থাকা ল্যাপটপ কিংবা স্মাট ফোনের সাহোয্যে হারিয়ে যাওয়া রোল ও পিন নাম্বার পুনঃদ্ধার করতে পারেন।
আপনার রোল ও পিন নাম্বার বের করার জন্য প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (nu.ac.bd/admissions) প্রবেশ করুন।
ওয়েবসাইট ওপেন হলে ভর্তি রোল ও পিন নম্বার পুনরুদ্ধান লিংকে ক্লিক করুন।
লিংকে ক্লিক করার পর নিচের মত একটি পেইজ ওপেন হবে।
এখন আপনার প্রয়োজনীয় তথ্য টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলে। আপনার হারিয়া যাওয়া রোল ও পিন নম্বর দেখতে পাবেন।
Post a Comment