সৌদি আরব প্রবেশের ক্ষেত্রে Meningococcal ভ্যাকসিন বাধ্যতামূলক


সৌদি আরব প্রবেশের ক্ষেত্রে Meningococcal ভ্যাকসিন বাধ্যতামূলক

উমরাহ যাত্রীদের জন্য ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা জারি করেছে: সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA), সৌদি আরব।

সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যা সকল উমরাহ যাত্রীদের ভ্যাকসিনেশন সংক্রান্ত। এই আপডেটটি সমস্ত উমরাহ ভিসাধারী বা যেকোনো ভিসায় উমরাহ করতে আগ্রহী যাত্রীদের জন্য প্রযোজ্য।

ভ্যাকসিনেশন:

পহেলা ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সকল উমরাহ যাত্রীদের, সৌদি আরবে প্রবেশের আগে Quadrivalent Neisseria Meningitis Veccine দিতে হবে। পলিস্যাকারাইড বা কনজুগেটেড ধরনের ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

সৌদি গমণের কমপক্ষে 10 দিন আগে টিকা গ্রহণ করতে হবে।

টিকার মেয়াদ:

  • পলিস্যাকারাইড ধরনের টিকা: সর্বোচ্চ ৩ বছর বৈধ।
  • কনজুগেটেড ধরনের টিকা: সর্বোচ্চ ৫ বছর বৈধ।

শিশুদের জন্য অব্যাহতি:

- ১ বছরের নিচে শিশুদের meningococcal টিকা গ্রহণ থেকে অব্যাহতি দেয়া হবে।

নথিপত্র নিশ্চিতকরণ:

এয়ারলাইন্সকে নিশ্চিত করতে হবে যে, যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র (যেমন ভ্যাকসিনেশন সনদ) ও ট্রানজিট এবং গন্তব্য রাষ্ট্রের প্রয়োজনীয় নথি তাদের কাছে আছে।

নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা:

- এই নির্দেশিকা অনুসরণ না করলে তা সরকারী নির্দেশনার সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল লিংক:


Post a Comment

Previous Post Next Post