2019 সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া।
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের জন্য On-line এর মাধ্যমে ২৯/০৭/২০২১ তারিখ সকাল 10:00 টা থেকে ২১/০৮/২০২১ তারিখ রাত ১২:০০ পর্যন্ত আবেদন করা যাবে।আবেদন করার জন্য প্রথমে nu.ac.bd ওয়েব সাইটে গিয়ে Service মেনু থেকে সোনালী সেবা’ পে-স্লিপ অপশনে যেতে হবে।
তারপর Student Fee থেকে Rescruiting fee তে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
বি. দ্র. পত্র কোড যথাযথভাবে পূরণ করাতে হবে।
নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।উল্লেখ্য ফলাফল পুন:নিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা মাত্র।জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ লিংক: https://tinyurl.com/yzvbbk2kআবেদন করার সম্পুর্ণ ভিডিও দেয়া হল-
আবেদন করার জন্য প্রথমে nu.ac.bd ওয়েব সাইটে গিয়ে Service মেনু থেকে সোনালী সেবা’ পে-স্লিপ অপশনে যেতে হবে।
তারপর Student Fee থেকে Rescruiting fee তে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
বি. দ্র. পত্র কোড যথাযথভাবে পূরণ করাতে হবে।
নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য ফলাফল পুন:নিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা মাত্র।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ লিংক: https://tinyurl.com/yzvbbk2k
আবেদন করার সম্পুর্ণ ভিডিও দেয়া হল-
إرسال تعليق