Broadcast Infrared Transmission || ব্রডকাস্ট ইনফারেড ট্রান্সমিশন।
ব্রডকাস্ট ইনফারেড ট্রান্সমিশনে এক জায়গা থেকে সিগন্যাল ট্রান্সমিট করা হয় এবং বিভিন্ন ওয়ার্কস্টেশন সে সিগন্যাল রিসিভ করতে পারে। এতে ট্রান্সমিশনের আওতা বাড়ে এবং সহজে ওয়ার্কস্টেশনসমূহ স্থানান্তর করা যায়। ব্রডকাস্ট ইনফ্রারেড ট্রান্সমিশনে গতি বেশ ধীর হয়ে থাকে। এতে সর্বোচ্চ গতি পাওয়া যায় ১ এমবিপিএস। সে কারণে নেটওয়ার্কের উপযােগী ট্রান্সমিশন এটি নয়।
ব্রডকাস্ট ইনফ্রারেড ট্রান্সমিশনের বৈশিষ্টসমূহ:
- এর ফ্রিকোয়েন্সি হতে পারে ১০০ গিগাহার্টজ থেকে ১০০০ টেরাহার্টজ।
- কোন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছি তার উপর নির্ভর করে এর ব্যয় কমবেশি হতে পারে।
- ইনস্টলেশন বেশ সহজ। এখানে লক্ষ্য রাখতে হবে ট্রান্সমিটারের সাথে যেন সব ওয়ার্কস্টেশন লাইন অব সাইটে থাকে। বেশি আলাে যাতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।
- পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড ট্রান্সমিশনের মতােই এখানে এটেনুয়েশন ও EMI দেখা দিতে পারে।
إرسال تعليق