Repeater || রিপিটার
রিপিটার সাধারণত দু'ধরনের হয়ে থাকে- 1. এমপ্লিফায়ার এবং 2. সিগন্যাল রিজেনারেটিং।
এমপ্লিফায়ার পুরাে সিগন্যালকেই এমিপ্লফাই করে। এই সিগন্যালের মাঝে নয়েজ বা অপ্রয়ােজনীয় সিগন্যাল থাকলে সেটিও এমপ্লিফাই করবে এমিপ্লফাই রিপিটার। ধানক্ষেতে সার দিলেন, ধানের গাছও বাড়লাে আগাছাও বাড়লাে সমানতালে, এমনটিই ঘটে এমপ্লিফায়ার রিপিটারের ক্ষেত্রে। আপনি চাচ্ছেন আগাছা বাদ যাক কেবল ফসল বেড়ে উঠুক, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সিগন্যাল রিজেনারেটিং রিপিটার। এটি সিগন্যালকে গ্রহণ করার পর সেটিকে পূনর্গঠন করে এবং এখান থেকে নয়েজ বা অপ্রয়ােজনীয় সিগন্যাল বাদ দেয়। এর ফলে নেটওয়াকে পারফরম্যান্স ভালাে হয়।
একটি নেটওয়ার্কে কয়টি রিপিটার ব্যবহার করা যাবে সে সম্পর্কে একটি বিশেষ নিয়ম আছে যাকে বলাহয় ৫- ৪- ৩ নিয়ম। এই নিয়মানুসারে একটি নেটওয়ার্কে (৫) পাঁচটি সেগমেন্ট (৪) চারটি রিপিটারের মাধ্যমে যুক্ত থাকতে পারে যেখানে মাত্র (৩) তিনটি সেগমেন্ট পপুলেটেড বা নােড বিশিষ্ট হতে পারবে।
إرسال تعليق