Brouter || ব্রাউটার

রাউটার ও ব্রিজের সমন্বয় হলাে ব্রাউটার (Brouter)। এটি একই সাথে ব্রিজ এবং রাউটারের কাজ করতে পারে। একটি নেটওয়াকে কয়েক ধরনের প্রটোকল ব্যবহার করা হলে সেখানে ব্রাউটার উপযােগী। 

যেসব প্রটোকল রাউটেবল সেগুলিকে ব্রাউটার রাউট করবে, আর যেগুলি রাউটেবল না সেগুলিকে ব্রিজ করবে।

সুইচের মতােই ব্রাউটারকেও কনফিগার করে দেয়া যায়, কোন কোন প্রটোকলকে ব্রিজ করবে। যেসব প্রটোকল রাউটেবল না, যেমন NetBEUI, সেগুলিকে ব্রিজ করার জন্য কনফিগার করা যেতে পারে। এই ব্রিজ কাজ করবে OSI রেফারেন্স মডেলের ডাটালিঙ্ক লেয়ারে।

Brouter || ব্রাউটার || Networking Brouter
Brouter

যেসব প্রটোকল রাউটেবল সেগুলিকে ব্রাউটার আপনাআপনি রাউট করবে। এই রাউটিং ঘটে OSI রেফারেন্স মডেলের নেটওয়ার্ক লেয়ারে। তাহলে দেখা যাচ্ছে ব্রাউটার একই সাথে লেয়ার ২ (Datalink) ও লেয়ার ৩ (Network) এ কাজ করে। চিত্রে ওয়ার্কস্টেশন B এটি ডাটা প্যাকেট পাঠাচ্ছে ওয়ার্কস্টেশন H এর উদশ্য। ওয়ার্কস্টেশন B নন- রাউটেবল প্রটোকল NetBEUI ব্যবহার করছে তাই ব্রাউটার এটিকে  ব্রিজের মাধ্যমে ওয়ার্কস্টেশন H এর নিকট পাঠাবে। একই ওয়ার্কস্টেশনের উদ্দেশ্যে আরেকটি এয়ার্কস্টেশন H ডাটা প্যাকেট পাঠাতে TCP/IP প্রটোকল ব্যবহার করলে ব্রাউটার সেই প্যাকেটকে গন্তব্যে পৌছাবে রাউটিঙের মাধ্যমে। ব্রাউটার একইসাথে ব্রিজিং টেবিলে প্রতিটি ওয়ার্কস্টেশনের MAC এড্রেস এবং রাউটিং টেবিলে এর বিভিন্ন ইন্টারফেসের সাথে যুক্ত নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক এড্রেস সংরক্ষণ করে।


  নিচের টেবিলে ব্রিজ রাউটারের কাজের মধ্যে পার্থক্য দেখানো হলঃ

ব্রিজ

রাউটার

1.        

সকল পোর্টের একই নেটওয়ার্ক এড্রেস ব্যবহার করে

প্রতিটি পোর্টের জন্য ভিন্ন নেটওয়ার্ক এড্রেস ব্যবহার

2.        

ম্যাক এড্রেসের উপর ভিত্তি করে ব্রিজিং টেবিল গড়ে। তোলে

নেটওয়ার্ক এড্রেসের উপর ভিত্তি করে রাউটিং টেবিল গড়ে তোলে

3.        

ব্রডকাস্ট ট্রাফিক অতিক্রম করতে দেয়

ব্রডকাস্ট ট্রাফিক অতিক্রম করতে দেয় না

4.        

অজানা ঠিকানার ডাটা প্যাকেটকে অতিক্রম করতে দেয়।

অজানা ঠিকানার ডাটা প্যাকেটকে অতিক্রম করতে দেয় না

5.        

ডাটা ফ্রেমে কোনো পরিবর্তন আনে না

ডাটা ফ্রেমে নূতন হেডার যোগ করে

6.        

কেবল ফ্রেমের হেডার দেখেই তাকে নির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দিতে পারে।

ট্রাফিককে অন্য প্রান্তে পাঠানোর আগে ডাটা ফ্রেমকে অবশ্যই রাউটারে পৌছাতে হবে

7.        

ব্রিজ কাজ করে লেয়ার বা ডাটা লিঙ্ক লেয়ারে

রাউটার কাজ করে লেয়ার ৩ বা নেটওয়ার্ক লেয়ারে

 




Post a Comment

أحدث أقدم