National University College Transfer | nu college transfer 2022 | কলেজ ট্রান্সফার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে পারবে। কলেজ পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু নর্দেশনা রয়েছে। এ নির্দেশানা অনুসরণ করেই কলেজ পরিবর্তনের আবেদন করতে হবে।
কলেজ পরিবর্তনের নিয়মাবলিঃ
১. শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষ থেকে 2য় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর আবেদন করা যাবে-
- সরকারী কলেজ হতে সরকারি কলেজ।
- সরকারী কলেজ হতে বেসরকারি কলেজ।
- বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজ।
- বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে আবেদন করা যাবে না।
২. চাকুরীরত অভিভাবক (পিতা/মাতা/স্বামী) অন্য জেলায় বদলী হলে, পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে আইনানুগ অভিভাবকের প্রয়ােজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শুধুমাত্র সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলীজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। চাকুরীরত অভিভাবকের বদলীর আদেশ, যােগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।
৩. স্নাতক সম্মান/পাস শ্রেণীতে ভর্তির পর যদি কোন মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে ক্ষেত্রে বিবাহবন্ধনের কাবিননামা, (হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র), স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরি করেন তার যােগদানপত্র, প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কোন কাজে নিয়ােজিত তার উপযুক্ত প্রামাণ্যপত্র।
৪. শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি তার নিজ জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যােগ্য মনে করলে ছাড়পত্র (টিসি) দিবেন।।
৫. অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন সে ক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত যাবতীয় প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে অবশ্যই জমা দিতে হবে।
৬. প্রতিবন্ধী শিক্ষার্থী হলে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে।
৭. একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমােদন দেয়া যাবে না। তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযােগ্য।
৮. শতবর্ষী কলেজ হতে সকল সরকারি-বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু শতবর্ষী ব্যতিত অন্য কোন সরকারি-বেসরকারি কলেজ শতবর্ষী কোন কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।
৯. সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম/বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।
১০. শিক্ষার্থীকে টিসির আবেদনের সাথে Registration Card, সংশ্লিষ্ট বর্ষের Admit Card, পরীক্ষার ফলাফল এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।
১১. একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
বিঃ দ্রঃ একজন শিক্ষার্থী একবারই ছাড়পত্র নিয়ে অন্য কলেজে ভর্তি হতে পারবে।
إرسال تعليق